27.7 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫

সে প্রাক্তন নয়, সে শত্রু প্রথম প্রেমিক নিয়ে প্রভা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন মডেল ও অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা। সেখানে তিনি রূপসজ্জাবিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি দেশে ফিরেছেন। নতুন কোনো কাজের খবরে নেই। তবে বিনোদন অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সদর্প উপস্থিতি লক্ষণীয়। কথা বলছেন সংবাদমাধ্যমের সঙ্গেও। নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রভা তাঁর জীবনের প্রথম প্রেম প্রসঙ্গেও কথা বলেছেন। তবে সেই প্রেমিক কে, তা বলেননি

প্রভা অভিনয়ে ফিরতে চান। পছন্দসই গল্পের অপেক্ষায় আছেন। যখনই মনের মতো গল্প পাবেন, তখনই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। দুই দশকের ক্যারিয়ারে প্রভা অসাধারণ সব বিজ্ঞাপনচিত্র ও নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি প্রেমের সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে অভিনয়ে ব্যস্ত সময় পার করা মনোজ প্রামাণিকের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন ছিল। এক ভিডিও সাক্ষাৎকারে প্রভা বলেন, ‘মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়ায় প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে।’ প্রভা জানান, মনোজের সঙ্গে প্রেমের সম্পর্ক চাউর হওয়ার কারণে তাঁদের দুজনের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা প্রসঙ্গে নিজের জীবনের প্রেমের সম্পর্ক নিয়ে অকপট কথা বলেছেন প্রভা। তিনি বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। সেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোরগলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি, সেগুলো গুজবই ছিল।’ অভিনেত্রী জানান, তাঁর জীবনে প্রেম কয়েকবার এসেছে। তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন আর একসঙ্গে থাকা হয়নি।

সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়ে ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে। তিনি বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ, প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এত গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।’


কথা প্রসঙ্গে প্রভা বলেন, ‘“প্রাক্তন” শব্দটা আমার ভীষণ প্রিয়। মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। “প্রাক্তন” আমার কাছে সুন্দর একটা নাম। তাঁর সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে ছিল, এটা করেছে, ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...