25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হলো আরও সহজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গুগল সার্চ ফলাফল থেকে ব্যক্তিগত তথ্য মোছার প্রক্রিয়া আরও সহজ করে তুলেছে। প্রতিষ্ঠানটি, ব্যবহারকারীদের ঠিকানা, ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য শনাক্ত করার জন্য নিজেদের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ টুলও হালনাগাদ করেছে। এই হালনাগাদের ফলে ব্যবহারকারীরা সরাসরি সার্চ পেজ থেকেই গুগলের কাছে প্রয়োজনীয় তথ্য অপসারণের অনুরোধ পাঠাতে পারবেন।

গুগলের তথ্যমতে, কোনো নির্দিষ্ট ব্যক্তির সংবেদনশীল তথ্য অন্যদের সার্চ ফলাফলে প্রদর্শিত হচ্ছে কিনা, তা ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ টুলের মাধ্যমে সহজেই নজরদারি করা যাবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য গুগলের কাছে নাম, ঠিকানা, ফোন নম্বর এবং মেইলসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। পরবর্তীতে, যদি এসব তথ্য নিজেদের সার্চ ফলাফলে প্রদর্শিত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে একটি বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের অবহিত করা হবে। এর ফলে, ব্যবহারকারীরা দ্রুত ও সহজেই তথ্য মোছার অনুরোধ জানাতে পারবেন। এখন পর্যন্ত, টুলটি কেবল গুগল অ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ছিল।

গুগলের নতুন টুলের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি কপিরাইট লঙ্ঘন ও শিশু নির্যাতনের তথ্য মোছারও আবেদন করা যাবে। গুগল সার্চ ফলাফলের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করলে ‘রিমুভ দিস রেজাল্টস’ অপশনটি দেখা যাবে, যার মাধ্যমে দ্রুত তথ্য অপসারণের অনুরোধ করা যাবে। ব্যবহারকারীদের প্রদানকৃত ব্যক্তিগত তথ্য অন্য কোনো গুগল সেবার জন্য ব্যবহৃত হবে না।

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মেক্সিকো, স্পেন, ফ্রান্স, সুইডেন, থাইল্যান্ড, ভারত এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারী গুগল ব্যবহারকারীরা এই টুলটি ব্যবহার করতে পারবেন।

সূত্র: দ্য ভার্জ

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...