25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

“আমলনামা: যে গল্পে ন্যায়বিচার হারিয়ে খোঁজে নিজের পথ”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছেন রায়হান রাফী। ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর এবার সত্য ঘটনা অবলম্বনে তিনি হাজির হচ্ছেন ‘আমলনামা’ নিয়ে। চরকি অরিজিনাল এই ফিল্মটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার।

গত শুক্রবার বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয় ‘আমলনামা’র পূর্বাভাস ভিডিও। ক্যাপশনে লেখা, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি…।’ এই শহর, তার কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটির ফোরটেস্ট।

ভিডিওর প্রথম অংশের কিছু দৃশ্য ও সংলাপ দেখে অনুমান করা যায়, কয়েকজন ব্যক্তি মাদকবিরোধী অভিযানের নামে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর বিভিন্ন চরিত্রের অভিব্যক্তি প্রকাশ পেতে থাকে, তবে গল্পের মূল কাহিনি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয় সিনেমাটির থিমেটিক পোস্টার। এতে দেখা যায়, ভাঙা ফ্রেমের ভেতর দুই কন্যাসন্তানসহ মা–বাবার একটি ছবি। তবে বাবার মুখ নেই, কারণ বুলেটের আঘাতে সেই অংশ ছিদ্র হয়ে গেছে। কাচ ভেঙে যাওয়ায় রক্ত ঝরার ইঙ্গিত স্পষ্ট। এই ভাঙা কাচের ওপর প্রতিফলিত হয়েছে অভিনেতা জাহিদ হাসানের মুখ, যিনি ছবিটির দিকে তাকিয়ে আছেন। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘যেই অবিচার আমরা চোখ বুজে সহ্য করে এসেছি!’

এমন পোস্টার, ভিডিও ও সংলাপ দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কোন সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘আমলনামা’? এ বিষয়ে এখনই মুখ খুলতে চান না রায়হান রাফী। তিনি বলেন, ‘দর্শকেরাই সেটি আবিষ্কার করুন। আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। এবারের নতুনত্বটি গল্পে; এমন কাহিনি নিয়ে আগে খুব বেশি কাজ হয়নি। গল্পের শেষে পর্যন্ত দর্শক এক ধরনের রোমাঞ্চ অনুভব করবেন।’

গল্পের পাশাপাশি অভিনয়শিল্পীদের নির্বাচনেও চমক এনেছেন রাফী। ‘আমলনামা’র মাধ্যমে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। এ ছাড়া কবি, গীতিকার ও নির্মাতা কামরুজ্জামান কামু রয়েছেন এই সিনেমায়। গাজী রাকায়েতও এক নতুন রূপে হাজির হচ্ছেন। পাশাপাশি তমা মির্জা ও সারিকা সাবরিন তাদের অভিনয়ের ঝলক দেখাবেন।

সিনেমাটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এটি। আমরা যে ঘটনাটি ফুটিয়ে তুলেছি, তা যেন আর কখনো না ঘটে, সেই বার্তা দিতেই কাজটি করা হয়েছে। ওয়েব ফিল্মটির নামটিও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক, যা দর্শকদের ভাবনার খোরাক দেবে।’

এদিকে ছয় বছর পর অভিনয়ে ফিরেছেন কামরুজ্জামান কামু। কাজটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘রায়হান রাফীর কাজের কথা অনেক শুনেছি। যখন তিনি আমাকে চরিত্রটির জন্য বেছে নিলেন, আগ্রহ জন্মায়। গল্পটি শোনার পর তো একপ্রকার চমকে গিয়েছি এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’

পোস্টার ও ফোরটেস্ট প্রকাশের পর থেকেই দর্শকদের কৌতূহল— কবে মুক্তি পাবে ‘আমলনামা’? চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানান, অল্প কিছুদিনের মধ্যেই দর্শকের অপেক্ষার অবসান ঘটবে।

তিনি আরও বলেন, ‘পোস্টার ও ফোরটেস্টে বিচার ও অবিচারের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যা গল্পের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। “আমলনামা” এমন এক সত্য ঘটনা নিয়ে নির্মিত, যা এতদিন সিনেমার গল্পে সচরাচর দেখা যায়নি। যে বিষয় নিয়ে কথা বলাই ছিল কঠিন, সেটিকেই আমরা সিনেমার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। আশা করছি, দর্শকেরা নতুন এক অনুভূতির সম্মুখীন হবেন।’

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...