25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

অস্কার ২০২৫ সেরা পার্শ্ব-অভিনয়শিল্পীর পুরস্কার জিতলেন কিরান ও জোয়ি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিরান কালকিন, পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা। আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর, সেখানে এ পুরস্কার ঘোষণা করা হয়।

প্রায় দুই যুগের ক্যারিয়ার। তবে পরিচিতি আর স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগে গেল। নির্মাতারা যেমন তাঁকে খুঁজে পাননি, তেমনি ব্যক্তিগত নানা ঝঞ্ঝাটে অভিনয় থেকেই স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন কিরান কালকিন। ‘সাকসেশন’-এর পর ‘আ রিয়েল পেইন’ দিয়ে কক্ষপথে ফিরলেন কিরান কালকিন।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে তিনি যে অস্কার জিতবেন, তা প্রায় সব সমালোচকই অনুমান করেছিলেন। একই অবস্থা পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর ক্ষেত্রেও। জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন জোয়ি সালডানা। ফলে তাঁর পুরস্কার জেতাটাও অনুমিতই ছিল। কিরান ও জোয়ি—দুজনই এ সিনেমার জন্য গোল্ডেন গ্লোব জিতেছেন।

পুরস্কার গ্রহণ করে নিজের পরিবারকে অস্কার উৎসর্গ করেন জোয়ি। নিজেকে অভিবাসীর গর্বিত সন্তান বলেও অভিহিত করেন তিনি।

জোয়ি সালডানা।

এবারের অস্কারেও সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেয়েছে জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’।

মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে যে অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। এবারের অস্কার সঞ্চালনা করছেন কোনান ও’ব্রায়েন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...