30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

অমর্ত্য সেনের সাক্ষাৎকার নিয়ে জামায়াতের আমিরের প্রতিক্রিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) একটি সাক্ষাৎকার দিয়েছেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি শান্তিনিকেতনে দেওয়া এই সাক্ষাৎকার নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হস্তক্ষেপমূলক মন্তব্য করেছেন। জানি না, তার বিবেক কোথায়? বাংলাদেশকে সহনশীলতার পাঠ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশ ও সমাজে বসবাস করেন, সেখানকার বাস্তবতা আগে আয়নায় দেখে নেওয়া উচিত।”

তিনি আরও লিখেছেন, “বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর ধরে সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করছে। অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে প্রকাশ্যে সাফাই গাইছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়।”

জামায়াত আমিরের দাবি, “জামায়াতে ইসলামীর বিষয়ে তিনি যা বলেছেন, তা তার বদ্ধমূল ধারণার প্রতিফলন। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু হিসেবে তিনি যাদের চিহ্নিত করেছেন, তাদের ওপর নির্যাতন চালানোর মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ। যদি সত্য বলার সাহস থাকে, তাহলে সেটা প্রকাশ করুন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল।”

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি ব্যক্তিদের হস্তক্ষেপ দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করে না।”

- Advertisement -spot_img
সর্বশেষ

অবৈধ বাংলাদেশি’ শনাক্তকরণ অভিযানে আটক অধিকাংশই ভারতীয় মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে গুজরাটে সম্প্রতি শুরু হওয়া ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তকরণ অভিযানে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সাড়ে ছয়...