27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

নারীবিদ্বেষী কর্মকাণ্ড , থামাতে সরকারের উদ্যোগ নেই: বাম জোট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর নারীবিদ্বেষী কর্মকাণ্ড ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তবে সরকার এসব প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজধানীর তোপখানা রোডের মুক্তি ভবনে বাম জোটের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতাদের বক্তব্য তুলে ধরে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে জনজীবন চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। এখনো সিন্ডিকেটের আধিপত্য বন্ধ করা সম্ভব হয়নি, ফলে বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। দেশে ছিনতাই, খুন, ডাকাতি ও রাহাজানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সংঘবদ্ধ অপরাধ (মব ভায়োলেন্স) চলমান রয়েছে। এসব বিষয়ে সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। অথচ প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বাম জোটের নেতারা আরও বলেন, ‘আমাদের মতে, সরকারকে এসব বিষয়ে সুস্পষ্ট দায় স্বীকার করতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত।’

আজকের সভা থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আগামী বুধবার দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...