31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

রাঙামাটিতে ৩ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাঙামাটিতে সুবাস কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্যা নামে এক আত্মীয়ের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছে এক শিশু। সোমবার সকালে শহরের ভেদভেদী এলাকার মৌনতলায় এ ঘটনাটি ঘটে। 

শিশুটির শারীরিক অবস্থার অবনতির কারণে গতরাতে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। পুলিশ ও হাসপাতাল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঘটনার জানাজানি হলে অভিযুক্ত আত্মীয় সুবাস ঘর থেকে পালিয়ে গেছেন বলে জানায় ভুক্তভোগী শিশুটির পরিবার। 

ভুক্তোভোগীর মা বলেন, আমার শ্বশুর খুব খারাপ ও অসভ্য লোক। সব সময় মদ্যপ হয়ে আমার সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেন। এ ঘটনায় আমি ন্যায়বিচার চাই; কিন্তু আমার স্বামী তার বাবার বিরুদ্ধে মামলা করতে চায় না।

চিকিৎসকরা বলেন, শিশুটির যৌনাঙ্গে মারাত্মক ক্ষত হয়েছে। প্রাথমিক পরীক্ষা অনুযায়ী শিশুটির বিশেষ অঙ্গে আঙুল দিয়ে নিপীড়নের তথ্য পাওয়া গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, যৌন নিপীড়নের শিকার শিশুটিকে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতালের নারী-শিশু নির্যাতন প্রতিরোধ সেলের প্রোগ্রাম অফিসার মো. এমদাদ উল্লাহ বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশি মামলা হবে। মামলার জন্য ভুক্তভোগী শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালে সম্পন্ন হয়েছে। 

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হবে। অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মে দিবস আজ: শ্রমিক-মালিক ঐক্যে নতুন বাংলাদেশের স্বপ্ন

নিউজ ডেস্ক : আজ ১ মে, মহান মে দিবস। এটি শ্রমজীবী মানুষের অধিকার ও আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতির দিন। শ্রমিকদের ন্যায্য...