25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

সিনিয়রদের সাথে কাজ করতে অস্বস্তি ফারিনের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

তরুণ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী ফারিন খান, অল্প সময়ের ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে নজর কেড়েছেন। বর্তমানে তিনি আসন্ন ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। ইতোমধ্যে একাধিক নাটকের কাজ শেষ করেছেন, যার মধ্যে অন্যতম ‘ফায়ার ফাইটার’।

এই নাটকের প্রসঙ্গে ফারিন খান জানান, “টানা চার দিন ধরে একটি ফায়ার স্টেশনে শুটিং করেছি। সত্যিকারের ফায়ার ফাইটারদের অনেক সহযোগিতা পেয়েছি। নাটকটি নিয়ে আমি অনেক আশাবাদী, কারণ এর গল্প একেবারেই আলাদা।”

এদিকে ঈদ সংক্রান্ত ব্যস্ততা সম্পর্কে বললেন ফারিন, “এরই মধ্যে একাধিক ঈদ নাটকের কাজ শেষ করলাম। সেগুলোতে আমি সময়ের জনপ্রিয় সব তারকা অভিনেতাদের পাশাপাশি নতুনদের সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছি। আরও কিছু কাজের পরিকল্পনাও চলছে; শিগগিরই সেগুলোর শুটিং শুরু করব।”

অভিনেত্রী আরও বললেন, “নতুনদের সাথে কাজ করতে আমি খুবই পছন্দ করি। কারণ, আমি নিজেও নতুন। সিনিয়রদের সাথে কাজ করতে গিয়ে অস্বস্তি না বোধ করে, নতুনদের সাথে স্বাচ্ছন্দ্যে কাজ করা একটি বড় অর্জন।”

সর্বশেষ, ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘আজান’ নাটকে অভিনয়ের পাশাপাশি ফারিন খান উল্লেখ করেন, “সার্বিক পরিস্থিতির কারণে ভালোবাসা দিবসের সময় নাটকটি মুক্তি পায়নি, তবে সবকিছু ঠিক থাকলে ঈদে এটিও মুক্তি পাবে।”

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “খুব অপেক্ষায় আছি, কারণ ‘আজান’ এখন পর্যন্ত আমার সেরা কাজগুলোর একটি। নাটকের গল্প, প্রযোজনা সংস্থা ও পরিচালকের সমন্বয়ে কাজটি এক অনন্য প্রজেক্ট, যা প্রত্যেক শিল্পী নিজের ক্যারিয়ারে পেতে চায়। সৌভাগ্যবশত, আমি সেটি পেয়ে গেছি।”

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...