27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

মন্ত্রণালয়ের প্রস্তাবে স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আজ বৃহস্পতিবার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান সচিবালয়ে জানিয়েছেন যে, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

সায়েদুর রহমান আরও জানিয়েছেন যে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরা ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করতে পারবেন। তবে এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে।

আরও জানানো হয়, চিকিৎসা সহকারীরা কোন উপাধি ব্যবহার করবেন তা নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, “গতকাল বুধবার, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা যৌথ বিবৃতিতে কর্মবিরতি ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও, আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীরা এখনও তাদের কর্মসূচি পালন করছেন। আমরা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, যেহেতু আমরা তাদের দাবী পূরণের জন্য কাজ করছি, তাই তারা যেন তাদের কর্মসূচি প্রত্যাহার করে।”

তিনি আরও বলেন, “অন্য ক্যাডারের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর থাকলেও, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে এটি ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল, কারণ এমবিবিএস ডিগ্রি অর্জনে পাঁচ বছর এবং ইন্টার্নশিপে এক বছর সময় লাগে। পরবর্তীতে সব ক্যাডারের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছরে উন্নীত করা হলেও, স্বাস্থ্য ক্যাডারকে আলাদাভাবে বিবেচনা করা হয়নি। এ কারণে, স্বাস্থ্য মন্ত্রণালয় এটি ৩৪ বছর করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...