27 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

ঢাকার বৈঠক শেষে, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকায় অনুষ্ঠিত বৈঠকের শেষে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।

শুক্রবার সকালে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতের পর, তারা বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারে যাত্রা করেন।

কক্সবাজারে পৌঁছানোর পর, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন।

এরপর, সরাসরি উখিয়ায় যাত্রা করেন, যেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনের শেষে, ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেন। পরিদর্শন ও ইফতারের শেষে, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব সন্ধ্যায় একসাথে ঢাকায় প্রত্যাবর্তন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান।

এর আগে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে, চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব।

- Advertisement -spot_img
সর্বশেষ

হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে : ইব্রাহিম খলিল

খবরের দেশ ডেস্ক : হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে। সেখানে অনেকক্ষণ থাকার পর তারপর রওনা দিলাম গণভবনের দিকে।...