Your Ads Here 100x100 |
---|
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে রাজধানীর একটি হাসপাতালে অবরুদ্ধ করে রেখেছে একদল লোক।
রোববার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়। দুপুর সাড়ে তিনটা পর্যন্ত তিনি ওই কক্ষে আটকা ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, ডা. অনিন্দিতা দত্তের বিরুদ্ধে গত জুলাই মাসে একটি গণহত্যার মামলা দায়ের করা হয়েছিল।
এ বিষয়ে শাহবাগ থানা ছাত্রদলের নেতা রুবেল আহমদ বলেন, ‘মামলার বাদীর তথ্যের ভিত্তিতে তাকে অবরুদ্ধ করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’