28 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সরকার। এ বিষয়ে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন প্রেস সচিব।

এর আগে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তার আসন্ন চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। এই সফরে তিনি ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, চীনের বিভিন্ন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

এই সফরের মাধ্যমে চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ করতে পারে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব। তিনি বলেন, বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো স্বাস্থ্য খাতের উন্নয়ন, এবং এই সফরে চীনের বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি চীনের স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে। চীন ইতোমধ্যে বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে, তবে সরকার চায়, চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যৌথ বিনিয়োগ করুক এবং হাসপাতাল স্থাপনে অংশগ্রহণ করুক।

চার দিনের এই সফরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন এবং পিকিং ইউনিভার্সিটিতে একটি বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

শফিকুল আলম আরও বলেন, উৎপাদনশীল খাতে (ম্যানুফ্যাকচারিং) বাংলাদেশ একটি নতুন বিপ্লব ঘটাতে চায়। তিনি উল্লেখ করেন, ‘গত ৫ আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ইতিবাচকভাবে ব্যবসা পরিচালনা করছে। আমরা চাই, তারা আরও বেশি বিনিয়োগ করুক এবং বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখুক।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ ডা. প্রাণ গোপালের মেয়ে অনিন্দিতা

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা....