Your Ads Here 100x100 |
---|
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, যেখানে তিনি নিজেই সভাপতিত্ব করছেন।
এর আগে, রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও জানান, পুলিশের উচ্চপদস্থ ১২৭ কর্মকর্তার সঙ্গে আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি, সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
এ বৈঠকের মাধ্যমে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে।