28.3 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

পরকীয়া ও টাকা লেনদেনের জেরে দিনমজুরকে গলা কেটে হত্যা, আটক দুইজন

জনপ্রিয়

চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের মনিপুর গ্রামে, পরকীয়া ও টাকা লেনদেনের জেরে ৩৫ বছর বয়সী দিনমজুর আলমগীর হোসেনকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই রহস্য উন্মোচন করে, প্রবাসী আবুল হোসেন মানিকের স্ত্রী খাদিজা আক্তার (৫০) এবং মেয়ে মাহমুদা আক্তার, যাকে সোনিয়া নামে অভিহিত করা হয়, তাকে আটক করেছে।

সোমবার রাতে শাহরাস্তি থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনিয়ার কাছ থেকে হত্যার স্বীকারোক্তি গ্রহণ করে। সোনিয়া জানান, আলমগীরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তবে তিনি আলমগীরকে বিরক্ত করায় এ কাজটি করেন। পুলিশ জানায়, সোনিয়া চিতোষী বাজার থেকে হত্যার জন্য একটি ছুরি কিনেছেন এবং পরে সেটি ব্যবহার করে আলমগীরের গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে।

অন্যদিকে, নিহত আলমগীরের স্ত্রী তাছলিমা বেগম অভিযোগ করেন, সোনিয়া তাঁর স্বামীর কাছ থেকে ১২ লাখ টাকা পেতেন এবং সেই টাকা দেওয়ার নামকরণ করে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়। তবে হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা, তা নিশ্চিত করতে পুলিশ মোবাইল ফোনসহ অন্যান্য সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেছেন। শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আটক মা-মেয়েকে আদালতে পাঠিয়ে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পাশাপাশি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

খবরের দেশ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি...