23 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা পাঁচটি দপ্তর ও সংস্থা পরিদর্শন করেছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। এ সময় তিনি উপদেষ্টা আইন-বিধি অনুযায়ী কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানান।
মঙ্গলবার (১৮ মার্চ) এই দপ্তর ও সংস্থাগুলো পরিদর্শনে যান উপদেষ্টা।
পরিদর্শনের শুরুতে, তিনি তথ্য ভবনের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) যান এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময়, উপদেষ্টা সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে স্বচ্ছতা প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করেন। তিনি ডিএফপির প্রকাশনার মান বৃদ্ধি, প্রামাণ্যচিত্র নির্মাণ ও সার্বিক উন্নয়নের জন্য করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান। এছাড়াও, তিনি ডিএফপির শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার ও ফিল্ম ল্যাব পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন।

এরপর, উপদেষ্টা গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি মাঠ পর্যায়ে প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে, অধিদপ্তরের সার্বিক উন্নয়নের জন্য করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান।

পরে, উপদেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, তিনি বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজিকরণ ও কাজের গুণগত মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময়, উপদেষ্টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দপ্তর ও সংস্থাগুলোর সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ইসরাইলি বর্বর হামলায় শিবিরের নিন্দা ও প্রতিবাদ

মঙ্গলবার ভোরে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ৪০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত ও অসংখ্য...