26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

আইপিএলে এবার ৩০০ রান দেখেন গিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ধুমধাড়াক্কা ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএলে যা সবচেয়ে বেশি দেখা মেলে। আসন্ন আইপিএলেও তেমনটি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। সেই আভাসও মিলতে শুরু করেছে। আসন্ন আইপিএলে রানের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন শুভমান গিল।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস জিম্বাবুয়ের। গত বছর গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল দলটি। এরপর নেপালের ৩১৪। পরের অবস্থানে ভারত। বাংলাদেশের বিপক্ষে গত বছর ২৯৭ রান করেছিল দলটি। তবে আইপিএলে এখনও ৩০০ রানের দেখা মিলেনি। তবে এবার সেটি হওয়ার সম্ভাবনা দেখছেন গিল।

আইপিএলে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ সংগ্রহ ২৮৭। সানরাইজার্স হায়দরাবাদ বেঙ্গালুরুর বিপক্ষে করেছিল এই রান। পরের রেকর্ডটিও তাদের। ২৭৭ রান। তবে এবার সব রেকর্ড ভেঙে যেতে পারে বলে মনে করছেন গুজরাট টাইটান্স অধিনায়ক।

গিল বলেন, ‘খেলাটির গতি এখন এমন এক মোড়ে পৌঁছে গেছে যে, মনে হচ্ছে আমরা কোনো ম্যাচে ৩০০ রান করতে পারি। গত বছর আমরা কয়েক দফায় খুব কাছাকাছি গিয়েছিলাম। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটিও এখানে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে এবং আইপিএলকে আরও বিনোদনদায়ী করে তুলেছে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, ৭ বছরের সাজার অধ্যাদেশ হচ্ছে

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অপরাধে সর্বোচ্চ ৭ বছর সাজার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে...