26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৯ দিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি উপভোগ করবেন।

ঈদ উপলক্ষ্যে সরকার আগেই পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল। এবার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায়, মোট নয় দিনের টানা ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সেই হিসেবেই জনপ্রশাসন মন্ত্রণালয় ২৯ মার্চ থেকে ঈদের ছুটি নির্ধারণ করেছিল। তবে ২৮ মার্চ শুক্রবার হওয়ায় এবং একই দিনে পবিত্র শবে কদরের ছুটি থাকায় ছুটি কার্যত একদিন এগিয়ে যায়।

পূর্বঘোষণা অনুযায়ী, অফিস খুলবার কথা ছিল ৩ এপ্রিল। কিন্তু ওইদিনও ছুটি ঘোষণা করায় ৫ এপ্রিল পর্যন্ত সরকারি দপ্তরগুলো বন্ধ থাকবে। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি থাকায়, ২৭ মার্চ একদিন অফিস খোলা থাকবে। যারা ব্যক্তিগতভাবে ২৭ মার্চের ছুটি নিতে পারবেন, তারা মোট ১১ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যে-সব প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে চলে, যেমন বাংলাদেশ ব্যাংক ও জরুরি সেবাসংক্রান্ত সংস্থাগুলো, তারা জনস্বার্থ বিবেচনায় ছুটি নির্ধারণ করবে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ শ্রমিকদের ঈদের ছুটি আগেভাগে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

একলা ক্রেডিট নিতে গিয়ে দেশ ধ্বংস করবেন না’ — মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী...