22.8 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

বিচারপতি খিজির হায়াত অপসারিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ক্ষমতার পট পরিবর্তনের পর এ বছর ১৯ নভেম্বর তাদের পদত্যাগের খবর জানানো হয় আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে। ছুটিতে পাঠানো ১২ জনের মধ্যে তিনি একজন ছিলেন।

রিট করা মামলার রায়ে ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে আপিল বিভাগ।

২০১৭ সালের রায়ে বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করার কথা বলা হয়। তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চের ওই রায় সরকারের সঙ্গে সর্বোচ্চ আদালতের টানাপড়েনে নতুন মাত্রা দেয়।

রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করলেও পরে আর শুনানির উদ্যোগ নেয়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর রিভিউ আবেদনটির শুনানি নিয়ে আপিল বিভাগ বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে।

পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অভিযোগ ওঠায় বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হককে ২০১৯ সালের অগাস্টে বিচারকাজ থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছিল।

এরপর থেকে তারা বিচারিক দায়িত্বের বাইরেই ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঈদের বেতন-বোনাস নিয়ে শ্রম নীতিমালায় কি আছে?

নুর রাজু, স্টাফ রিপোর্টার ঈদ মানেই আনন্দের বার্তা। কিন্তু দেশের লাখো শ্রমিকের কাছে ঈদ আসে চাপ, দুশ্চিন্তা আর প্রাপ্য পাওয়ার...