25 C
Dhaka
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

ঈদ ঘিরে নয় দিনের অবকাশ, ৩ এপ্রিলও সাধারণ ছুটি,

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি ঘোষণা করায় এবারের রমজানের ঈদকে ঘিরে টানা নয় দিনের অবকাশ মিলছে সরকারি চাকরিজীবীদের।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার নির্বাহী আদেশে ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে।

২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একইসাথে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

পূর্ব ঘোষণা অনুযায়ী অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, ৭ বছরের সাজার অধ্যাদেশ হচ্ছে

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অপরাধে সর্বোচ্চ ৭ বছর সাজার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে...