27 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

নিবন্ধত নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধিত ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন করেছে। একইসঙ্গে নতুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতৃত্ব দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন- রাজনৈতিক দলের নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকিসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

তিনি জানান, ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে— ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এ সংক্রান্ত বিষয়ে ৬৪ জেলা থেকে প্রায় ৪০০ আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে আগ্রহী।

নির্বাচন কমিশনার আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে : ইব্রাহিম খলিল

খবরের দেশ ডেস্ক : হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে। সেখানে অনেকক্ষণ থাকার পর তারপর রওনা দিলাম গণভবনের দিকে।...