29 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

এনসিপির সমাবেশ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সদস্যসচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের নৌকা বঙ্গোপসাগরে ভেসে গেছে, সেটি আর বাংলাদেশে ফেরানো যাবে না।’

আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটির বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকাল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে একটি বিক্ষোভ মিছিল রওনা হয়।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের নৌকা বঙ্গোপসাগরে ভেসে গেছে, সেটি আর বাংলাদেশে ফেরানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘আশ্চর্যের বিষয় হলো, ৭ মাস পার হলেও সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম শুরু করতে পারেনি। বাংলাদেশে আওয়ামী লীগের নামে সাংগঠনিক রাজনীতি চলতে দেওয়া যাবে না। অল্প সময়ের মধ্যেই তাদের নিবন্ধন বাতিল করতে হবে।’

তিনি বলেন, ‘অনেকেই আওয়ামী লীগের ভালো নেতৃত্বের কথা বলে। কিন্তু লোম বাছতে গিয়ে কম্বল উজাড় হয়ে গেলেও ভালো নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না। তারা এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের জন্য দায় স্বীকার কিংবা অনুশোচনা করেনি। যে বা যারাই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ জয়ের ৫০ বছর পূর্তি, মিলিটারি প্যারেডে হাজার হাজার মানুষের অংশগ্রহণ

নুর রাজু, স্টাফ রিপোর্টার : হো চি মিন সিটিতে অনুষ্ঠিত একটি বিশাল মিলিটারি প্যারেডের মাধ্যমে, হাজার হাজার ভিয়েতনামী লাল পতাকা...