Your Ads Here 100x100 |
---|
মোস্তফা কামাল মামুন, জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দর আগামী ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদ উল ফিতর এবং সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া বুধবার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি। অপরদিকে ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটি, ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।
সোনাহাট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৫ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, মহান স্বাধীনতা দিবস, ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের ফলে, এই সময়ে আমদানি-রফতানি কার্যক্রম স্থগিত থাকবে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।