29 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

বায়ু দূষণে আজও তৃতীয় স্থানে ঢাকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বুধবার (২৬ মার্চ) সকালে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ু দূষণের তালিকায় আজও তিন নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৯৮। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

আজ সকালে বায়ুদূষণের শীর্ষে ছিল ভারতের দিল্লি, সেখানকার বায়ুর মান ২৩৮।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

জোট গড়ছে ইসলামী দলগুলো

নিউজ ডেস্ক : বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সমদূরত্ব বজায় রেখে ইসলামী দলগুলো ঐক্য গঠনের পথে এগোচ্ছে। মধ্যপন্থী দলগুলোকেও এই...