27 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মো:আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন।

এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অন্য এক জন।

বুধবার (২৬ শে মার্চ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মোটসাইকেল আরোহী দুই জন।

তখন মানিক ইসলাম,নামে একজনের মৃ’ত্যু হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার পরুয়া এলাকার বাসিন্দা সে,

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া দ্বীপশিখা বিদ্যালয় এলাকায় পৌঁছালে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় মোটরসাইকেল ও ট্রেনের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হলে তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রকিবুল ইসলাম চয়ন বলেন,ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন,এবং অন্য জন গুরুতর আহত হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

তাপ-প্রবাহ: জরুরী স্বাস্থ্য সতর্কতা ও পরামর্শ

তাপ-প্রবাহের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও বয়স্ক মানুষরা। তাপ-প্রবাহের সময় শিশু ও বয়স্ক মানুষদের নিয়ে দিনের বেলা...