28 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫

বকেয়া বেতন ও ঈদের বোনাস প্রদানের দাবিতে টানা ৬ষ্ঠ দিনের আন্দোলন চলমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

‘শ্রম ভবনে অবস্থানরত শ্রমিকদের সাথে সরকারের প্রতারণাপূর্ণ ও দায়িত্বহীন আরচণে আন্দোলনরত শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের ক্ষোভ প্রকাশ’ এই শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে গণমাধ্যমে, যা হুবহু তুলে ধরা হলো।

গাজীপুরের ইকো প্লাস এপারেলস লিমিটেড, টিএনজেড এপারেলস লিমিটেড, এপারেলস আর্ট লিমিটেড শ্রমিকেরা বকেয়া বেতন ও ঈদের বোনাস প্রদানের দাবিতে টানা ৫ দিন (আজ ৬ষ্ঠ দিন) ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অথচ আজ (২৭ মার্চ) দুপুর পর্যন্ত সরকারের পক্ষ থেকে দায়িত্ব কোন পক্ষই আন্দোলনরত শ্রমিকদের সাথে দেখা করতে আসেননি। সরকারের সাথে দফায় দফায় যোগাযোগ করা হলেও সরকারের কেউ সাড়া দেয়নি। এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে শ্রম মন্ত্রণালয় প্রচার মালিকের সম্পদ বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যাচার। বাস্তবে গ্রুপ ফ্যাক্টরির একটি কারখানা ইকো প্লাস এপারেলে শ্রমিকদের সামান্য টাকা দিয়ে শ্রমিকদের মধ্যে বিভেদ ও দেশবাসীর কাছে বিভ্রান্তি তৈরি করার পাঁয়তারা ছাড়া কিছু নয়। যা আমরা ঘৃণা ভরে প্রত্যাখান করছি।

ছবিঃ সংগ্রহীত

আমরা আশা করেছিলাম, শ্রম উপদেষ্টা ও মন্ত্রণালয় আমাদের সমস্যার সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু এখন পর্যন্ত সরকারের কোন দায়িত্বশীল সূত্র থেকে যোগাযোগ পর্যন্ত করা হয়নি। শ্রমিকেরা আজ ৫ দিন (আজ ৬ষ্ঠ দিন) ধরে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এভাবে দিনের পর দিন বসে থেকে শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে। পরিবার-পরিজন আমাদের দিকে তাকিয়ে আছে, ঈদের বেতন বোনাস পেলে আমরা বাড়ি গিয়ে ঈদ করব। সরকার একদিকে শ্রমিক আন্দোলনকে উস্কানি বলছেন, আবার শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার দিনের পর উপেক্ষা করছেন।

আমরা টি এন জেড গ্রুপের ৩ টি কারখানার শ্রমিকেরা সরকারের পক্ষ থেকে এই ধরণের আচরণের প্রতিবাদে আগামীকাল (আজ) সকাল ১১ টায় শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের এই আন্দোলনে আজকে শ্রমিক নেতাদের পক্ষে সংহতি জানিয়েছেন- শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল, মোশরেফা মিশু, শামিম ইমাম, সাদেকুর রহমান শামিম, রাজু আহমেদ, ইকবাল কবির, সত্যজিৎ বিশ্বাস।

বার্তা প্রেরক
টিএনজেড এপারেলস, প্লাস ইকো এপারেলস লিমিটেড
এবং এপারেল আর্ট লিমিটেড শ্রমিকবৃন্দের পক্ষে শ্রমিকবৃন্দ।

- Advertisement -spot_img
সর্বশেষ

তাপ-প্রবাহ: জরুরী স্বাস্থ্য সতর্কতা ও পরামর্শ

তাপ-প্রবাহের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও বয়স্ক মানুষরা। তাপ-প্রবাহের সময় শিশু ও বয়স্ক মানুষদের নিয়ে দিনের বেলা...