Your Ads Here 100x100 |
---|

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমারের রাজধানী নেপিডোতে ভূমিকম্পের শক্তিশালী কম্পনে সড়কগুলো ফেটে গেছে এবং ভবনগুলোর ছাদের অংশ ভেঙে পড়েছে।
মিয়ানমার ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা অনুসন্ধান শুরু করেছি এবং ইয়াঙ্গুনে হতাহত ও ক্ষয়ক্ষতির খোঁজ নিতে ঘুরে দেখছি। এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে মিয়ানমারের প্রাচীন রাজধানী মান্ডালের প্রকাশিত ছবিতে ভেঙে পড়া ভবনের পাশাপাশি রাস্তায় ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। শহরটি মিয়ানমারের বৌদ্ধ ঐতিহ্যের কেন্দ্র হিসেবে পরিচিত।

‘শহরের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, ‘সবকিছু কাঁপতে শুরু করতেই আমরা দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে যাই। আমি নিজ চোখে একটি পাঁচতলা ভবন ধসে পড়তে দেখেছি। আমার শহরের সবাই রাস্তায় বেরিয়ে এসেছে, কেউই ভবনের ভেতরে ফেরার সাহস পাচ্ছে না।’
শহরের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, ‘সবকিছু কাঁপতে শুরু করতেই আমরা দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে যাই। আমি নিজ চোখে একটি পাঁচতলা ভবন ধসে পড়তে দেখেছি। আমার শহরের সবাই রাস্তায় বেরিয়ে এসেছে, কেউই ভবনের ভেতরে ফেরার সাহস পাচ্ছে না।’
শহরের আরেক প্রত্যক্ষদর্শী হেত নাইং ওও রয়টার্সকে জানান, একটি চায়ের দোকান ধসে পড়ায় তার ভেতরে কয়েকজন আটকা পড়েছেন। তিনি বলেন, ‘আমরা ভেতরে যেতে পারিনি। পরিস্থিতি খুবই খারাপ।’
আরেক প্রত্যক্ষদর্শী জানান, শহরের একটি মসজিদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাংককে বহুতল ভবনধস, জরুরি অবস্থা ঘোষণা
মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী কম্পনে আতঙ্কিত বাসিন্দারা উচ্চ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের তীব্রতায় সুইমিং পুলের পানি উপচে পড়তে দেখা গেছে।
চিয়াং মাই শহরের বাসিন্দা দুয়াংজাই এএফপিকে বলেন, ‘আমি শব্দ শুনে ঘুম থেকে উঠি, তখনই যতটা দ্রুত সম্ভব পায়জামা পরেই দৌড়ে বাইরে বেরিয়ে যাই।’
ব্যাংককের চাতুচাক এলাকায় ৩০ তলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে ৪৩ জন নির্মাণশ্রমিক আটকা পড়েছেন বলে জানা গেছে।
ব্যাংককে কিছু মেট্রো ও লাইট রেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।