Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ নিউজ ডেস্ক:
আজ শনিবার দুপুর ৩ টার সময় খুলনা বিভাগের যশোর জেলার উপর ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ৭ টি বিভাগের উপরে তাপ-প্রবাহ ছড়িয়ে পড়েছে।
আগামীকাল রবিবার দেশের ৮ টি বিভাগের উপরেই তাপ-প্রবাহ ছড়িয়ে পড়ার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল দেশের একাধিক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। হয়তবা সর্ব-কালের মার্চ মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে পারে আগামীকাল রবিবার খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায়। আগামীকাল ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ও ৪০ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
তাপ-প্রবাহের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও বয়স্ক মানুষরা। এই তাপ-প্রবাহের সময় শিশু ও বয়স্ক মানুষদের নিয়ে দিনের বেলা ঈদের কেনা-কাটা করা থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকুন। তাপ-প্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত মানুষের মৃত্যু কিংবা চূড়ান্ত রূপে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট আবহাওয়াবীদ।