29 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫

সুনামগঞ্জে নৌকাডুবি, নারী শিশুসহ নিহত ৫

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
এস এম মিজানুর রহমান, জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন মহিলা ও তিনজন শিশু রয়েছে।
শনিবার (২৯) মার্চ রাত নয়টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ওসি জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে ফোর্স পাঠিয়েছিলেন। নৌ-পুলিশও ঘটনাস্থলে ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ তালুকদার জানান, পাশের মধ্যনগর সদরে শনিবার থেকে বাজার সওদা করে ট্রলারে করে ফিরছিলেন ৫০-৬০ জন যাত্রী। ট্রলারে মালামালও বোঝাই ছিল।

ইঞ্জিনচালিত নৌকাটি মদনাকান্দি থেকে দুর্গাপুর যাচ্ছিল, কাছাকাছি দূরত্বে নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। এসময় অন্যান্য যাত্রীগণ সাঁতরিয়ে পাড়ে ওঠলেও দুই নারী ও তিন শিশু ডুবে মারা যায়।
নিহতরা হলেন, নোয়াপাড়া’র বিউটি চক্রবর্ত্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের পাঁচ বছরের শিশু পুত্র গঙ্গা সরকার (৫), আরও এক শিশুর নাম তাৎক্ষণিক জানা যায়নি।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ১১ টায় জানান, ট্রলারডুবিতে পাঁচজন মারা গেছেন। এরমধ্যে দুজন মহিলা ও তিনজন শিশু। সবার নাম পরিচয় পাওয়া যায় নি। ঘটনাস্থল থানা সদর থেকে ১০ কিলোমিটার দূরে। আমরা ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি।

- Advertisement -spot_img
সর্বশেষ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: ‘হয়রানিমূলক প্রচারণা’ বললেন ব্রিটিশ এমপি

বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং সম্পদ সংক্রান্ত অনিয়মের বিতর্কে নাম আসার পর, ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার...