29 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫

নরসিংদীতে ‘গণপিটুনি’র প্রতিবাদ করতে যাওয়া ২ ভাইকে পিটিয়ে হত্যা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সোমবার রাত ৮টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ভাগদী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে বলে জানান পলাশ থানার ওসি মনির হোসেন।

স্থানীয়দের বরাত পুলিশ জানায়, করতেতৈল এলাকার হিমেল নামের একজনকে সোমবার সকালে চোর সন্দেহে পিটুনি দেয় পার্শ্ববর্তী ভাগদী এলাকার কিছু লোক।

চোর সন্দেহে একজনকে ‘গণপিটুনির’ পর প্রতিবাদ জানাতে যাওয়া দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত দুই ভাই সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) পলাশ উপজেলার করতেতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর করতেতৈল এলাকার সহোদর রাকিব ও সাকিবসহ কিছু লোকজন ভাগদী এলাকায় যায়। সেখানে দুই পক্ষের লোকজনের তর্কবিতর্কের এক পর্যায়ে গণপিটুনিতে আহত হয় সহোদর সাকিব ও রাকিব।

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। পরে সাকিবকে নরসিংদী সদর হাসপাতালে এবং রাকিবকে ঢামেকে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

তবে নিহতদের স্বজনদের দাবি ‘চাঁদা না দেয়ায়’ ভাগদী এলাকার সন্ত্রাসীরা দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদ্বীপ কুমার সাহা বলেন, “একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাদের শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে।”

ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান এই চিকিৎসক।

পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছে। ”

- Advertisement -spot_img
সর্বশেষ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: ‘হয়রানিমূলক প্রচারণা’ বললেন ব্রিটিশ এমপি

বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং সম্পদ সংক্রান্ত অনিয়মের বিতর্কে নাম আসার পর, ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার...