Your Ads Here 100x100 |
---|
বুধবার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত, বাড্ডা ও ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীবলেন, ‘বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে জঙ্গিবাদের কোনও উত্থান হয়নি। তাই দেশে জঙ্গিবাদ নিয়ে কোনও উদ্বেগও নেই।’
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোন পত্রিকা কী বলেছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর প্রথমে তিন দিন কোনও সরকার ছিল না। তখনকার পরিস্থিতি থেকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে।’
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন মামলার এজহারে অনেকের নাম এসেছে, যাদের অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং ওই সময় বিদেশে ছিলেন। আমরা প্রোপার তদন্ত করছি এবং নির্দোষ কোনও ব্যক্তিকে সাজা দেওয়া হবে না।’