31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: ‘হয়রানিমূলক প্রচারণা’ বললেন ব্রিটিশ এমপি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং সম্পদ সংক্রান্ত অনিয়মের বিতর্কে নাম আসার পর, ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমে ‘হয়রানিমূলক’ প্রচারণার অভিযোগ তুলেছেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি বলেন, “সংবাদমাধ্যমে মাসের পর মাস মিথ্যা প্রচারণা চালানো হলেও তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি।”

তিনি উল্লেখ করেন, তার আইনজীবীরা দুই সপ্তাহ আগে ভিত্তিহীন অভিযোগের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে ব্রিফিং বন্ধ করতে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন এবং যে কোনো আইনগত প্রশ্নের দ্রুত উত্তর দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন। তবে বাংলাদেশ কর্তৃপক্ষ সেই সময়সীমার মধ্যে কোনো প্রশ্ন পাঠায়নি বা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

দূর্নীতির অভিযোগকে হয়রানিমূলক ও সরকারের অপপ্রচার বলেছেন টিউলিপ।
দূর্নীতির অভিযোগকে হয়রানিমূলক ও সরকারের অপপ্রচার বলেছেন টিউলিপ।

বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ‘ভুয়া প্রচার’ অভিযোগ

টিউলিপ সিদ্দিক বলেন, “উল্টো তারা সংবাদমাধ্যমে মিথ্যা ও হয়রানিমূলক দাবি তুলে আমাকে লক্ষ্য করে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।”

এর আগে, ২০ মার্চ তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, সরকার তার বিরুদ্ধে ভুয়া প্রচার চালিয়ে তাকে হয়রানি করছে।

বিবিসি জানায়, টিউলিপের আইনজীবীরা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্দেশ্যে চিঠিতে বলেছেন, “যদি কোনো অভিযোগ থাকে, তবে তা ২৫ মার্চের মধ্যে জানাতে হবে। না হলে ধরে নেওয়া হবে, এর কোনো বৈধ ভিত্তি নেই।”

দুদক এই চিঠির উত্তর দিয়েছে এবং এক মুখপাত্র বলেন, “টিউলিপ তার প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় আওয়ামী লীগের দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কাটিয়েছেন, যা প্রমাণ করে তিনি দলীয় সুবিধাভোগী।”

দূর্নীতির অভিযোগকে হয়রানিমূলক ও সরকারের অপপ্রচার বলেছেন টিউলিপ।
দূর্নীতির অভিযোগকে হয়রানিমূলক ও সরকারের অপপ্রচার বলেছেন টিউলিপ।

লন্ডনের সম্পত্তি নিয়ে বিতর্ক

যুক্তরাজ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে ‘উপহার পাওয়া’ একটি ফ্ল্যাট নিয়ে তদন্তের মধ্যেই টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার যদি আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন থাকে, তবে তা যুক্তরাজ্যের আইন মেনেই পাঠাতে পারে। আমি যেকোনো যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, তবে রাজনৈতিক হয়রানিতে জড়াব না।”

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাশাপাশি, বাংলাদেশে বিভিন্ন সম্পত্তির মালিকানা নিয়েও বিতর্ক রয়েছে। লন্ডনের টেলিগ্রাফ পত্রিকা দাবি করেছে, তার ঢাকায় অভিজাত এলাকায় সম্পদ রয়েছে, যদিও লেবার পার্টি বলছে, বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই।

বাংলাদেশের পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের প্লট নিয়ে হওয়া মামলাতেও টিউলিপের নাম উঠে এসেছে। গাজীপুরে ‘টিউলিপ’স টেরিটরি’ নামে তার একটি অবকাশযাপন কেন্দ্রের বিষয়েও দুদক তদন্ত করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

নীলফামারীতে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী-পুলিশের টহল ও চেকপোষ্ট কার্যক্রমে স্বস্তি

সেলিম রেজা, নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদের পরেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের...