29 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

চলন্ত ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনের কাছে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামাইর স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয়।

ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের।

তিনি জানান, আজ সকালে ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি আজ সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেল স্টেশন অতিক্রমের পরপর সাতখামাইর স্টেশনের কাছে গেলে ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। সাতখামাইর স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ জানান, আগুন লাগার পরপর ট্রেনটি সাতখামাইর স্টেশনের কাছে থামিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি বিধায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...