29 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ইউনুস-মোদির বৈঠক আজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নুর রাজু, স্টাফ রিপোর্টার

আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ব্যাঙ্কক থেকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হবে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম সরাসরি বৈঠক।

শফিকুল আলম আরও বলেন, ‘শুক্রবার বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠকটি হতে যাচ্ছে।’ তিনি জানান, বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল এবং তাঁরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তাঁদের বেশ কিছুক্ষণ আন্তরিকভাবে কথোপকথন করতেও দেখা গেছে।

বর্তমানে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ইউনূস এবং নরেন্দ্র মোদি ব্যাঙ্ককে রয়েছেন। বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর এই সহযোগিতা জোটের সম্মেলনটি ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্ককে চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় আগ্নেয়াস্ত্র, হাত বোমা ও ইয়াবা সহ আটক ৫

আবু মাহাজ, ভোলা প্রতিনিধি: ভোলার ভেদুরিয়া হতে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫৬৯ পিস...