24 C
Dhaka
শনিবার, এপ্রিল ৫, ২০২৫

মোদীর হাতে ইউনূসের উপহার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক, খবরের দেশ

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ফ্রেমবদ্ধ আলোকচিত্র উপহার দিয়েছেন, যেখানে ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের সময় প্রধানমন্ত্রী মোদী তাকে স্বর্ণপদক প্রদান করছেন।

সাক্ষাতের সময়, অধ্যাপক ইউনুস ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির প্রশংসা করেন এবং গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন, বিশেষ করে ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে।

ছবিঃ প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধানমন্ত্রী মোদী অধ্যাপক ইউনূসের সামাজিক উদ্যোক্তা ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে পথপ্রদর্শক ভূমিকার প্রশংসা করেন, বিশেষত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তার উদ্যোগ, যা লাখো দরিদ্র মানুষের ক্ষমতায়নে ভূমিকা রেখেছে। তিনি ভারত-বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও জনগণকেন্দ্রিক নীতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই বৈঠকে দুই নেতা অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ভারত-বাংলাদেশের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন, বিশেষত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে।

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইউনুস ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার প্রবক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন, যা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। নীতিনির্ধারকদের সঙ্গে তার সম্পৃক্ততা সমাজের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন অর্থনৈতিক মডেলের গুরুত্ব তুলে ধরে।

এই আলোকচিত্র উপহার দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রতি তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

তিস্তা সেচ প্রকল্পের অকার্যকরতা ও উত্তরাঞ্চলের কৃষি সংকটের গভীর ছায়া

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি ১৯৭৯ সালে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্প শুরু হয়, যার লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের...