29 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা— হয়েছে প্রেস সচিব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল, সবগুলো নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককের হোটেল সাংগ্রিলা ব্যংককে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘আমাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু যেমন শেখা হাসিনাকে ফিরিয়ে আনা, শেখ হাসিনা ভারতে বসে যে অনেক অযাচিত মন্তব্য করছেন, সেগুলর বিষয়ে কথা হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন, তিস্তার পানি প্রসঙ্গেও আলাপ হয়।’

বৈঠকটি গঠনমূলক, কার্যকর এবং ফলপ্রসূ হয়েছে বলেও জানান প্রেস সচিব।

- Advertisement -spot_img
সর্বশেষ

দলিল লেখক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় বরখাস্ত দলিল লেখক

 মো: মাসুদ রানা মিশু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় অন্যায়ভাবে বরখাস্ত হয়েছেন দীর্ঘ ২৪...