24 C
Dhaka
শনিবার, এপ্রিল ৫, ২০২৫

ভোলায় আগ্নেয়াস্ত্র, হাত বোমা ও ইয়াবা সহ আটক ৫

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আবু মাহাজ, ভোলা প্রতিনিধি:

ভোলার ভেদুরিয়া হতে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫৬৯ পিস ইয়াবা ৪৪ হাজার ৫শ ১০ টাকা সহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন,দীর্ঘদিন যাবত একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজী, সন্ত্রাসীসহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। জনসাধারণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩ এপ্রিল তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪,৫১০ টাকা সহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।

আটকৃত সন্ত্রাসীরা হলেন মোঃ জাহাঙ্গীর, মোঃ মঞ্জু, মোঃ জিয়া, আব্দুল আব্বাস এবং মোঃ সেলিম সকলেই ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা।

সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

তিস্তা সেচ প্রকল্পের অকার্যকরতা ও উত্তরাঞ্চলের কৃষি সংকটের গভীর ছায়া

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি ১৯৭৯ সালে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্প শুরু হয়, যার লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের...