32 C
Dhaka
রবিবার, এপ্রিল ৬, ২০২৫

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
হাদিসুর রহমান, জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান (১৬) নামের এক কিশোরের নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর-দত্তননগর আঞ্চলিক মহাসড়কের দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাহিদ হাসান জীবননগর উপজেলা রায়পুর গ্রামের কামার পাড়ার প্রবাসী লিটন শেখের পুত্র। আহত রাকিব হোসেন একই গ্রামের বাসিন্দা। এ ছাড়া আহত মোছা. সুমি খাতুন মহেশপুর উপজেলার পিরগাছা গ্রামের গোলাম হোসেনের স্ত্রী, অপরজন ভ্যানচালক খোকন একই গ্রামের আজিল খাঁ’র পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর-দত্তনগর আঞ্চলিক মহাসড়কের দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসার সামনে দত্তনগর দিকে থেকে আসা একটি পাখি ভ্যানের চাকা খুলে গেলে জীবননগর থেকে একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাহিদ হাসান ও তার সঙ্গী রাকিব হোসেন, ভ্যানের যাত্রী মোছা. সুমি খাতুন ও ভ্যানচালক মো. খোকন সড়কের ওপর পড়ে তারা আহত হয়।

আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসানকে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মাস দুই-তিনেক আগে মোটরসাইকেল না কিনে দেওয়ার জন্য বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নাহিদ। বাবা মালয়েশিয়া প্রবাসী লিটন শেখ ছেলের কারণে বাড়ি আসেন এবং ১০ দিন আগে তিনি আবার প্রবাসে পাড়ি জমান। প্রবাসে যাওয়ার পর গত তিন দিন আগে তার ছেলের শখের গাড়িটি কিনে দেন। আজ বিকালে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন সে। দত্তননগর সড়কে পাখি ভ্যানের সঙ্গে ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ও নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রূপ-যৌবন নিয়ে ঐশ্বরিয়ার টিপস

সিক্রেট টিপস আর সিক্রেট থাকল কই! সবটাই খোলাশা করে বসেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বচ্চন পরিবারের পুত্রবধূ বেশকিছু দিন আগে...