30 C
Dhaka
রবিবার, এপ্রিল ৬, ২০২৫

টিকটক নিষেধাজ্ঞা ৭৫ দিনের জন্য স্থগিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ইন্টারন্যশনাল নিউজ ডেস্ক, খবরের দেশ:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা মালিকানাধীন ভিডিও অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরও ৭৫ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। শুক্রবার একটি নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়, যাতে অ্যাপটির মালিকানা যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের সময়সীমা বাড়ানো যায়।

এর আগে ২০২৪ সালে পাস হওয়া ‘প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভার্সারি কন্ট্রোলড অ্যাপ্লিকেশনস অ্যাক্ট’ অনুযায়ী, টিকটককে ২০২৫ সালের ৫ এপ্রিলের মধ্যে মার্কিন মালিকানায় রূপান্তরিত হতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হওয়ায় অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছিল।

ট্রাম্প প্রশাসন জানায়, বেশ কয়েকটি মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চললেও, চীনের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার কারণে আলোচনায় অগ্রগতি হয়নি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন ১০% শুল্ক আরোপের পর বেইজিংও সম্ভাব্য চুক্তির অনুমোদন প্রক্রিয়া স্থগিত করেছে।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, “জাতীয় নিরাপত্তা রক্ষায় টিকটক নিয়ে আমাদের অবস্থান কঠোর, তবে আমরা সময় দিতে চাই যেন একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।”

এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বর্তমানে টিকটক চালু থাকলেও, আগামী ৭৫ দিনের মধ্যে চূড়ান্ত সমাধান না হলে অ্যাপটি নিষিদ্ধ হতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

তিস্তা সেচ প্রকল্পের অকার্যকারিতা ও উত্তরাঞ্চলের কৃষি সংকটের গভীর ছায়া

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি ১৯৭৯ সালে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্প শুরু হয়, যার লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের...