28.2 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার অভিযোগে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, মামলার রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ইভ্যালি বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন ও অফারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে পণ্য কেনার জন্য আগ্রহী করে তোলে। সেই ধারাবাহিকতায় ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি মুজাহিদ হাসান ফাহিম নামের এক গ্রাহক প্রতিষ্ঠানটি থেকে ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেল অর্ডার দেন এবং সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন।

কিন্তু চুক্তি অনুযায়ী ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয় ইভ্যালি। পরে ধানমন্ডির অফিসে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি ফাহিমকে পাঁচ লাখ টাকার একটি চেক প্রদান করে। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় কর্তৃপক্ষ তাকে নির্ধারিত তারিখে চেকটি ব্যাংকে জমা না দেওয়ার অনুরোধ জানায়। আসামিদের আশ্বাসে বিশ্বাস রেখে ফাহিম চেকটি ব্যাংকে জমা দেননি।

পরবর্তীতে টাকা ফেরত পেতে একাধিকবার তাগাদা দিলেও ইভ্যালির পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। বাধ্য হয়ে তিনি আইনি পদক্ষেপ নেন এবং ২০২৪ সালের জানুয়ারিতে আদালতে প্রতারণার অভিযোগে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইউক্রেনের জনগণ তাদের জমির দখল ছাড়বে না

খবরের দেশ ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন...