- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
সিক্রেট টিপস আর সিক্রেট থাকল কই! সবটাই খোলাশা করে বসেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বচ্চন পরিবারের পুত্রবধূ বেশকিছু দিন আগে এক সাক্ষাৎকারে শুনিয়েছিলেন তার রূপের রহস্য। কিভাবে সৌন্দর্য্য ধরে রেখেছেন সেই গল্পও বলেছেন।
বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আর পাঁচজন নারীর মতোই খুব সাধারণ আমি। সাধারণ রূপচর্চা করি। আমরা সবাই সময়ের বিপরীতে হাঁটছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের দিন শুরু হয়।’
তবে এত সাধাসিধে জীবনের মাঝেও কিছু ক্ষেত্রে ঐশ্বরিয়া একেবারেই কঠোর, ‘হাইড্রেশন ও হাইজিনের দিকে ভীষণ খেয়াল রাখি আমি। ক্লিন থাকা দরকার। বাইরে থেকে নয়, ভিতর থেকেও।’