27 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী সমাবেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কিশোরগঞ্জ প্রতিনিধি

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন” এই শ্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় এলাকাবাসীর সমন্বয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মাদক বিরোধী সমাবেশে পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব উদ্দিন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য শেখ মাসউদ ইকবাল, কিশোরগঞ্জ মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন, এএসআই মো. মমিন মিয়া, ৮নং ওয়ার্ডের জামাতের আমির প্রভাষক মো. আবু হানিফ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ভোরের সূর্য যুবসংগঠনের সভাপতি মো. সেলিম মিয়া, করিম, ওসমান, মহরম, আবুহানিফ, সোহেল, সজল, জাহিদ। সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন ও মোশারেফ হোসেন গোলাপ ৮নং ওয়ার্ড বিএনপি।

আলোচনাসভায় বক্তারা বলেন, মাদক আগামী প্রজন্মকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। মাদকের বিরুদ্ধে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের হাত থেকে আমাদের যুবসমাজকে বাঁচাতে হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বৃষ্টিতে ভোগান্তির মধ্য দিয়ে কুবির ভর্তি পরীক্ষা শুরু

মোঃ জোনায়েদ, কুবি প্রতিনিধি: টানা বর্ষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।...