29 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

এবার আল্লু অর্জুনের জুটি হচ্ছেন প্রিয়াঙ্কা ।

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন শিগগিরই পরিচালক অ্যাটলির সঙ্গে হাত মেলাবেন বলে শোনা যাচ্ছে, যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। খবর এসেছে, নির্মাতারা ইতোমধ্যে সিনেমার নায়িকা নির্বাচনও করেছেন।

লেটস সিনেমার সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ভাবা হচ্ছে, তবে নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যে আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির সঙ্গে অভিনীত একটি ‘প্যারালাল ইউনিভার্স’ সিনেমা নির্মাণ হতে যাচ্ছে, যা সান পিকচার্স প্রযোজনা করবে।

সূত্র অনুসারে, এই ছবিতে আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। পূর্বে ছবিতে দুই নায়কের সম্ভাবনার কথা বলা হলেও, পরে পুষ্পা অভিনেতাদের দল নিশ্চিত করেছে—সিনেমার মুখ্য ভূমিকায় থাকবেন কেবল আল্লু অর্জুনই।

সর্বশেষে, আল্লু অর্জুনকে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় দেখা গেছে। এই সিক্যুয়েল ফিল্মে লাল চন্দন কাঠের চোরাচালানকারী পুষ্পার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ের সময় তার সাম্রাজ্যকে দৃঢ় করার গল্প ফুটিয়ে তুলেছেন।

সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে রাশমিকা মান্দান্না এবং প্রধান খল চরিত্রে ফাহাদ ফাসিল অভিনয় করেছেন। এছাড়াও, জগপতি বাবু, সুনীল ও রাও রমেশ গুরুত্বপূর্ণ ভুমিকায় অবতীর্ণ হয়েছেন।

অন্যদিকে, ধারণা করা হচ্ছে যে, আল্লু অর্জুন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে চতুর্থ চলচ্চিত্রে কাজ করবেন। গুজব রয়েছে, ছবিটি একটি পৌরাণিক কাহিনী হবে; এতে তিনি হিন্দু পৌরাণিক কাহিনীর ভগবান কার্তিকের চরিত্রে অভিনয় করবেন বলে অনুমান করা হচ্ছে।

নাগা ভামসির সঙ্গে এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, তেলেগু সিনেমা মূলত এ ধরনের আখ্যান থেকে দূরে সরে গেছে। তিনি জোর দিয়ে বলেন, এই ছবিটি রামায়ণ ও মহাভারতের মতো ঐতিহ্যবাহী মহাকাব্য থেকে সম্পূর্ণ ভিন্ন হবে।

আবার, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আসন্ন ‘এসএসএমবি২৯’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। মহেশ বাবু অভিনীত এবং এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিটি একটি জঙ্গল অ্যাডভেঞ্চার। সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দলিল লেখক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় বরখাস্ত দলিল লেখক

 মো: মাসুদ রানা মিশু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় অন্যায়ভাবে বরখাস্ত হয়েছেন দীর্ঘ ২৪...