Your Ads Here 100x100 |
---|
কৌশিক চৌধুরী, হিলি, দিনাজপুর প্রতিনিধি —
ফিলিস্তিনির ডাকে আহ্বান করা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি হিলি এলএসডি গোডাউন মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন হিলি ও হাকিমপুর উপজেলার ধর্মপ্রাণ জনতা। তারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শ্লোগান দেন:
“লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার”, “গাজায় হামলা কেন? জাতিসংঘ জবাব চাই”, “ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট”, “কোকাকোলা বয়কট, বয়কট”।
সমাবেশে বক্তারা বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তা যদি বন্ধ না হয়, তবে আমরা রাজপথ ছাড়বো না।” বক্তারা আরও বলেন, “ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে এবং সেগুলোর বিক্রয় বন্ধে সচেতন হতে হবে।”
সমাবেশে বক্তৃতা করেন: বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার মুফতি নুরুল করিম, মুফতি জুবায়ের কবির, হিলি কাছিমিয়া মাদ্রাসার পেশ ইমাম মাওলানা হারুন মাজহারী, সাধারণ শিক্ষার্থী শাকিল আহমেদসহ আরও অনেকে।
বক্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন গাজায় ইসরায়েলের বর্বর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।