24 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সিলেটসহ বিভিন্ন শহরে দোকানপাটে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সোমবার (৭ এপ্রিল) সিলেট, খুলনা, বরিশাল, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল থেকে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আইজিপি বলেন “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ এ নিয়ে কাজ করছে।”

তিনি আরও বলেন, “সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।”

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর গাজায় চলমান হামলার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এসব কর্মসূচির মধ্যে বিভিন্ন শহরে কেএফসি, ডমিনো’স, পিৎজা হাট, বাটা, কোকা-কোলা ইত্যাদি আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের দাবি, এসব প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, “যখন আমরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে উপস্থাপন করছি, তখন এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর অনেকেই স্থানীয়, আবার কেউ কেউ বিদেশি বিনিয়োগকারী—যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”

তিনি আরও বলেন, “যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে, তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিরোধী শক্তি।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ভৈরবে সালিসি বৈঠকে হামলায়, নিহত ১

এম.এ. কিবরিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন...