23 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বেদারুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি:


ফিলিস্তিনের আহ্বানে ডাকা ‘বিশ্বব্যাপী হরতাল’-এর প্রতি সমর্থন জানিয়ে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর কক্সবাজার পাবলিক লাইব্রেরির মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলাতলি ডলফিন মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।

মিছিলটি কলাতলি এলাকায় পৌঁছালে অংশগ্রহণকারীরা ইসরায়েলি সংশ্লিষ্টতা অভিযোগ এনে কেএফসি (KFC) ও পিৎজা হাটের (Pizza Hut) সামনে এসে ঢিল ছুড়ে সামনের গ্লাস ভাঙচুর করে। পরে মিছিলটি ডলফিন মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার গাজায় হামলা কেন? জাতিসংঘ জবাব চাই, ইসরায়েলি পণ্য বয়কট, কোকা-কোলা বয়কট—এমন নানা স্লোগানে মুখর ছিলেন। অনেকেই প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে বিক্ষোভে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।” তারা ইসরায়েলি পণ্য বর্জন এবং স্থানীয় দোকানগুলোতে এসব পণ্য বিক্রি না করারও আহ্বান জানান।

- Advertisement -spot_img
সর্বশেষ

পিতার মৃত্যুশোকে স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম

বিনোদন ডেস্ক দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার পালক পিতা আবদুর রাজ্জাক মৃত্যুবরণ...