23 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। গত চার বছর যাবত কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কর্মরত ছিলেন তিনি।

সোমবার (০৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের নিউটাউন তারাপাশা পূর্ব এলাকার শরীফুল ইসলামের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। গত চার বছর যাবত কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন তিনি। শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন তিনি। ওই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন আমিনুল। ঈদে স্ত্রী ও সন্তান বাড়িতে থাকায় বাসায় একা ছিলেন আমিনুল।

জানা যায়, ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান রেখে গত ০৫ এপ্রিল আমিনুল ইসলাম তার কর্মস্থল কিশোরগঞ্জ এসেছিলেন। ০৬ এপ্রিল ডিউটি করেন। ০৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। ওইদিন রাতেই ঘটনাটি ঘটে। কি কারণে এমন ঘটনা ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানায়, গতকাল সোমবার দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সারা না পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ
উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

পিতার মৃত্যুশোকে স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম

বিনোদন ডেস্ক দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার পালক পিতা আবদুর রাজ্জাক মৃত্যুবরণ...