27 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দলিল লেখক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় বরখাস্ত দলিল লেখক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 মো: মাসুদ রানা মিশু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় অন্যায়ভাবে বরখাস্ত হয়েছেন দীর্ঘ ২৪ বছর ধরে কর্মরত দলিল লেখক সাজেদুল আলম। সোমবার (৭ মার্চ) দুপুরে নওগাঁ শহরে এক সংবাদ সম্মেলনে তিনি নিজের দুর্দশার কথা তুলে ধরেন এবং প্রশাসনের কাছে ন্যায়ের আশায় আবেদন জানান।

সংবাদ সম্মেলনে সাজেদুল আলম বলেন, “আমি প্রায় ২৪ বছর ধরে সুনামের সঙ্গে নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসে কাজ করে আসছি। সবসময় নিয়ম মেনেই এক দলিলে একাধিক মৌজার জমি রেজিস্ট্রি করেছি, যা কখনোই অফিস থেকে বাধা পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে দলিল লেখক সমিতির একটি সিন্ডিকেট, অতিরিক্ত টাকা নেয়ার জন্য এক দলিলে এক মৌজার বাধ্যবাধকতা চাপিয়ে দিচ্ছে।”

তিনি জানান, এই অনিয়মের প্রতিবাদ করায় সমিতির সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ তাকে বিধি বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করেন। অথচ অনেকেই নিয়ম ভঙ্গ করে একাধিক মৌজার জমি রেজিস্ট্রি করছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

সাজেদুল আলম অভিযোগ করেন, “ ১৩ জন সনদবিহীন দলিল লেখককে সমিতিতে অবৈধভাবে রাখা হয়েছে। তারা নিয়ম বহির্ভূতভাবে কাজ করছেন, অথচ আমি বৈধ সনদ থাকা সত্ত্বেও বরখাস্ত হয়েছি, শুধু মাত্র সিন্ডিকেট ভাঙার চেষ্টা করায়।”

এছাড়াও তিনি দাবি করেন, সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, যা পুরোপুরি বেআইনী।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, এই অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাকে পুনর্বহাল করে আমার পেশাগত জীবনের সুরক্ষা নিশ্চিত করা হোক।

- Advertisement -spot_img
সর্বশেষ

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে থেকে যুবককে বিএসএফ কর্তৃক জোরপূর্বক অপহরণ

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি যুবক আজিনুর ইসলামকে (২৬) ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)...