30 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নোয়াখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রমজান আলী, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই প্রতিপাদ্যে বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে চর এলাহী ইউনিয়নের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে ও বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মৎস কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, জেলা সিনিয়র সহকারী পরিচালক জিয়া উদ্দীন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফয়জুল আজিম, উপজেলা কোস্ট গার্ড অফিসার মো: রেজাউল ইসলাম, চরএলাহী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়া আক্তার প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,যদি জাটকা সংরক্ষণ করা যায়, তাহলে ইলিশের উৎপাদন অনেক গুণ বাড়বে। উৎপাদন বাড়লে বাজারে এর প্রভাব পড়বে, সরবরাহ বাড়বে, দামও নিয়ন্ত্রণে থাকবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কার্যকর কর্মপরিকল্পনা নিয়েছে। এর ধারাবাহিকতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পালন করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...