27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

নীলফামারী হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ঘন্টার আল্টিমেটাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সেলিম রেজা,নীলফামারীর প্রতিনিধি

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজকে অপসারণে ৭২ঘন্টা সময় দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্নীতিবাজ এই কর্মকর্তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে(১০এপ্রিল) নীলফামারী জেনারেল হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এই ঘোষণা দেয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদি হাসান আশিকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর।
বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইয়েদ গোলাম আজম, রইসুল ইসলাম ও সাইয়েদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম ও ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির আখতারুজ্জামান।
মানববন্ধনে অভিযোগ করা হয় হাসপাতালে চিকিৎসা সেবার মান অত্যন্ত খারাপ, অস্বাস্থ্যকর পরিবেশ, পর্যাপ্ত ঔষধ পাচ্ছেন না রোগীরা।
বিশেষ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে আওয়ামীলীগকে পুর্নবাসন করা হচ্ছে। আওয়ামী লীগের ঠিকাদাররাই কর্মী নিয়োগ দিচ্ছেন এই তত্ত্বাবধায়কের সহায়তায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর অভিযোগ করে বলেন, হাসপাতালের এই তত্ত্বাবধায়কের কারণে সেবার মান বাড়ছে না।
রংপুরে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়েছে এরকম একজন কর্মকর্তা কীভাবে এই হাসপাতালে এখনও বহাল থাকে?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদি হাসান আশিক বলেন, আমরা ৭২ঘন্টার সময় দিচ্ছি। তাকে এখান থেকে সরে যেতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
জানতে চাইলে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, অভিযোগ থাকতে পারে। সেগুলো অনুসন্ধান হোক তাহলে প্রকৃত বিষয়টি জানা যাবে।
আমিও চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাই করুক।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...