Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের সাধারণ জনগণ বর্তমান সরকারের আরো পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার পক্ষে মত প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলার পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তবে কিছুদিন আগে থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের কাজ এখনো চলমান রয়েছে। “এই অস্ত্রগুলো উদ্ধার করা গেলে আইন-শৃঙ্খলা আরো মজবুত হবে,” যোগ করেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতের সঙ্গে অপরাধী প্রত্যর্পণের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তির ভিত্তিতে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
সম্প্রতি সিলেটে ইসরায়েলবিরোধী আন্দোলনের নামে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ তুলে বিএনপি যে দাবি করেছে, সে বিষয়ে তিনি বলেন, “বিএনপি অনেক কথাই বলতে পারে। তবে যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের আমরা আইনের আওতায় এনেছি। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সেজন্য আমরা কঠোরভাবে কাজ করছি।”
হাওর অঞ্চলের কৃষি উন্নয়নের বিষয়ে তিনি জানান, “দেশে অনেক পতিত জমি রয়েছে, বিশেষ করে হাওর এলাকায়। এসব জমিকে চাষের আওতায় আনতে সরকার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব হবে।”
থানা পরিদর্শন শেষে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।